বাংলাদেশের খবর

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০

কালকিনিতে জমি বিরোধের জের ধরে হামলা, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৫


জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

হাসপাতাল ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার এনায়েতনগর এলাকার রহমান বেপারীর সঙ্গে একই এলাকার জাকির বেপারীর বাড়ির জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মাঝে তর্কবিতর্ক হয়। এক পর্যায় জাকির বেপারীর তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রহমান বেপারী ও তার পরিবারের লোকজনের হামলা চালায়। এসময় তাদের বাঁধা দিলে আহত হন রহমান বেপারী (৩০),প্রমাণ বেপারী (২৫),চার মাসের অন্তঃসত্বা নারী মুকুলি বেগম (২৮),শাহীনা বেগম (৬৫) ও ঝর্ণা বেগম(৩০)। আহতদেরকে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়।

এ হামলার ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে কালকিনি থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

ভুক্তভোগী রহমান বেপারী বলেন, আমার জমিতে আমি বাথরুম নির্মাণ করতে গেলে আমি ও আমার লোকজনের উপর হামলা করেছে জাকির। তবে অভিযুক্ত জাকির বেপারী এ হামলার ঘটনা অস্বীকার করেন।

এ ব্যাপারে কালকিনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন  অর রশিদ বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১