বাংলাদেশের খবর

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০

মুন্সীগঞ্জে দুইদিনব্যাপী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু


মুন্সীগঞ্জ সদরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে হাতিমারা ও রিকাবীবাজার থেকে আলদী পর্যন্ত রাস্তার দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ।

আজ রোববার সকাল সাড়ে ১০ টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন সওজ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্মসচিব মো. মাহবুবুর রহমান ফরুকী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্মসচিব মো. মাহবুবুর রহমান ফারুকী জানান, দুইদিনব্যাপী উচ্ছেদ অভিযানে ১৩০ টির মতো অবৈধ দোকান ভাঙ্গা হবে এবং এর মধ্যে কয়েকটি বহুতল ভবনও আছে। সওজ অধিদপ্তরের অধিগ্রহণকৃত ভূমিতে অবৈধ দখলদার, অবৈধ স্থাপনা, বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণ করে সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হবে। সোমবার সারাদিন পর্যন্ত চলবে এই উচ্ছেদ অভিযান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১