বাংলাদেশের খবর

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০

৩১ বছর পর ওয়ানডেতে হোয়াইটওয়াশের লজ্জায় ভারত


ক্রিকেট বিশ্বে বর্তমানে একচ্ছত্র দাপট দেখিয়ে যাচ্ছে বিরাট কোহলির ভারত। একের পর এক সিরিজ জয় তো রয়েছেই। হোক সেটা দেশের মাটি অথবা বিদেশে। কিন্তু নিউজিল্যান্ডে সিরিজ খেলতে গিয়ে মুদ্রার উল্টো পিঠও দেখলো কোহলি বাহিনী। ৩১ বছর পর ওয়ানডে ক্রিকেটে হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছে ভারত।

মঙ্গলবার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের ব্যবধানে হেরেছে সফরকারীরা।

সর্বশেষ ১৯৮৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। ৫ ম্যাচের সিরিজে ধবলধোলাই হয়েছিল সফরকারীরা।

এরপর ২০০৬ সালেও হোয়াইটওয়াশের লজ্জা থেকে বৃষ্টির কারণে রক্ষা পায় ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে সেবার হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হয়নি সফরকারীদের।

মঙ্গলবার টস হেরে আগে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৭ রান করে ভারত। রাহুল ১১৩ বলে খেলেন ১১২ রানের ইনিংস।

এছাড়া শ্রেয়াস আয়ার ৬২, মানিশ পান্ডে ৪২ এবং পৃথ্বিব শো ৪০ রান করেন।

কিউইদের পক্ষে হামিশ বেনেট ৪টি উইকেট নিয়ে সফল বোলার।

জবাব দিতে নেমে ১৭ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ৮০, মার্টিন গাপটিল ৬৬ এবং শেষদিকে কলিন ডি গ্রান্ডহোম ২৮ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। ভারতের পক্ষে যুজবেন্দ্র চাহাল ৩টি উইকেট লাভ করেন।

ওয়ানডে সিরিজে ভারত হোয়াইটওয়াশ হলেও টি-টোয়েন্টি সিরিজ ৫-০তে জিতেছিল সফরকারীরা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১