বাংলাদেশের খবর

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০

গলাচিপায় আইনজীবীর ওপর হামলা

আহত আইনজীবী মনিরুল ইসলাম প্রতিনিধির পাঠানো ছবি


গলাচিপা উপজেলা ম্যাজিস্ট্রেট কোর্টের আইনজীবী মো. মনিরুল ইসলামের উপর হামলা হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৪ টার দিকে হোটেল আল মামুনের সামনের রাস্তায় মনির হাওলাদার (৩৮) নামে এক যুবক এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ওই আইনজীবীকে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আহত এডভোকেট মনিরকে চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। 

পুলিশ ও প্রতক্ষদর্শীদের সূত্রে জানাগেছে, গলাচিপা উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী এডভোকেট মনিরের সঙ্গে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মনির হাওলাদার নামের এক যুবকের বোন লুপার সঙ্গে পারিবারিক স্পর্শকাতর বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনা কেন্দ্র করে মঙ্গলবার বিকাল ৪ টার দিকে হোটেল আল মামুনের সামনের রাস্তায় মনির সন্ত্রাসী হামলা চালিয়ে এডভোকেট মনিরুল ইসলামকে রক্তাক্ত জখম করে। এসময় আইনজীবীর ডাকচিৎকারে লোকজন চলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ বিষয় জানতে চাইলে এডভোকেট মনিরুল ইসলাম বলেন, ‘আমার কাছে মনির হাওলাদার দীর্ঘদিন ধরে চাঁদা চেয়ে আসছিল। চাঁদা না দেওয়ায় সে (মনির হাওলাদার) আমার উপর এ হামলা করে।’

তবে এ বিষয়ে মনিরের বোন লুপা বেগম সংবাদকর্মীদের জানান, এডভোকেট মনিরের সাথে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনা নিয়ে মঙ্গলবার দুপুরে বাকবিত-া হয়েছে।’

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য ও গলাচিপা কোর্টের প্রতিনিধি এডভোকেট মো. শামীম মিয়া বলেন, ‘আইনজীবী মনিরের বিরুদ্ধে গলাচিপা পৌর এলাকার ৬নম্বর ওয়ার্ডের আফসার উদ্দিন শরিফের মেয়ে লুপা বিভিন্ন জায়গায় অভিযোগ করেন। এ ঘটনা অনেক আগেই মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। হাঠাৎ করে আজ আবার এ হামলার ঘটনা ঘটে। ভূক্তভোগী নারী লুপা ন্যায় বিচার না পেলে অন্য জায়গায় বিচার চাইতে পারতো। আইন নিজের হাতে তুলে নিয়ে অন্যায় করেছেন। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, ‘গলাচিপা ম্যাজিস্ট্রেট কোর্টের আইনজীবী মনিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের লুপা নামের এক নারীর সঙ্গে বিরোধ চলে আসছিল। প্রাথমিকভাবে ধারণা করছি এ ঘটনা থেকে হয়তো এ হামলার ঘটনা ঘটতে পারে।’

এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১