বাংলাদেশের খবর

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০

ব্রিজ তৈরির সময় জরুরি গার্ডের ব্যবস্থা রাখার নির্দেশ


ব্রিজ তৈরির সময় জরুরি গার্ডের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকালে, রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এসময়, ১৩ হাজার ৬৩৯ কোটি  টাকা ব্যয়ে ৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ১ হাজার ৬৮২ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর-জাজিরা ও নওডোবা পর্যন্ত পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়ক উন্নয়ন প্রকল্প, ১ হাজার ৩৫১ কোটি টাকার পাটুরিয়া ও দৌলতদিয়ায় নদী বন্দর আধুনিকায়ন এবং ৬ হাজার ১৪ কোটি টাকা ব্যয়ে মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর প্রকল্প। এছাড়া ২ হাজার ৯৩১ কোটি টাকা ব্যয় হবে রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়নে।

এসব প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থায়ন ৮ হাজার ৮৮৬ কোটি ৪৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ২৯৩ কোটি ১৬ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা পাওয়া যাবে ৪ হাজার ৪৫৯ কোটি ৪১ লাখ টাকা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১