বাংলাদেশের খবর

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০

বাবার শেষ জানাযার নামাজের ইমামতি করলেন পরমানু বিজ্ঞানী ছেলে


দুপুর দুইটার আগেই জনস্রোতের মত মানুষ ছুটতে থাকে শ্রীপুর রহমত আলী সরকারি কলেজ মাঠের দিকে। এ স্রোত বাড়তে থাকে সময়ের সাথে সাথে। এক সময় বিশাল আকারের কলেজ মাঠটি কানায় কানায় ভরে উঠে আগত মানুষে।

আজ মঙ্গলবার বেলা তিনটায় এমনি চিত্র ছিল গাজীপুর ১ আসনের সাবেক পাঁচবারের এমপি ও একবার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীর শেষ জানাযার নামাজের। লক্ষ মানুষের সমাগম ছিল এ জানাযার নামাজে। এ সময় কলেজ মাঠে তিল ধারনের ঠাঁই ছিলনা। জানাযায় উপস্থিত হয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক সহচর, বন্ধুরা,ভক্তরা তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা বলে স্মৃতিচারণ করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে শ্রীপুর বাজার ব্যবসায়িক সমিতি (বণিক) ও বরমী বাজার ব্যবসায়িক সমিতি (বণিক) দুই ঘন্টা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন। বেলা তিনটায় জানাযার নামাজের সময় নির্ধারিত থাকলেও স্মৃতিচারন করে পৌনে চারটায় জানাযার নামাজ পড়ানো হয়। শেষের এ জানাযার নামজে ইমামতি করে মরহুমের বড় ছেলে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্বদ্যিালয়ের অধ্যাপক ও পরমানু বিজ্ঞানী ড. জাহিদ হাসান তাপস।

এর আগে মাওনা পিয়ার আলী কলেজে, গাজীপুর সদরের রাজবাড়ি মাঠে ও কালিয়াকৈর একটি করে জানাযার নামাজ পড়ানো হয়। পরে বাদ আসর শ্রীপুর ভবনের পাশে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১