বাংলাদেশের খবর

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০

চকরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষ; ২ চালক নিহত

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক। প্রতিনিধির পাঠানো ছবি


কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত ও কমবেশি আরো ১৫ জন আহত হয়েছে। তাদেরকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেছে।

আজ বুধবার (১৯ ফ্রেবুয়ারী) দুপুরে মহাসড়কের খুটাখালী মইক্ক্যাঘোনা এলাকায় ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা।

নিহতরা হলেন, হানিফ বাস চালক ভোলা জেলার চরফ্যাশন থানার মৃত শাহ জাহানের পুত্র মোঃ লটন (৩৫)।  অপর ড্রাইভারের পরিচয় ও আহদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে চকরিয়ামুখী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারমুখী যাত্রীবাহি হানিফ চেয়ারকোচের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। এ সময় ১৫ জনের অধিক যাত্রী কমবেশী আহত হয়েছে। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে ট্রাক। চেয়ারকোচটি পার্শ্ববর্তী ধানি জমির পাশে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে প্রানে রক্ষা পায় যাত্রীরা।

পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১