বাংলাদেশের খবর

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০

মামুন মিজানুর রহমানের গল্পগ্রন্থ ‘কোথায় তারে পাই’


অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক মামুন মিজানুর রহমানের গল্পগ্রন্থ ‘কোথায় তারে পাই’। গ্রন্থটি প্রকাশ করেছে পরানকথা। প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু। পাওয়া যাচ্ছে লিটলম্যাগ চত্বরে।

জীবনের পথ আঁকাবাঁকা। অসমান্তরাল। অপরিকল্পিত। অচেনা। সরল বয়ানে জীবনের নানা গভীর প্রসঙ্গ নিয়েই এসব গল্প। কিন্তু সারল্য নয়, মামুন মিজানুর রহমানের গল্প ধারণ করে জীবনের দুস্তর পথচলার সমূহ জটিলতা। ঘটনার যে অংশগুলাকে তিনি ‘জুম’ করে কাছে এনে দেখাতে চান, সেদিকে অনেকেই যেতেও চান না।

তার গল্পের বিষয় ও ভাষা আলাদা। সমকালীন যন্ত্রপ্রভাবিত গ্রামীণ ও নাগরিক জীবন, প্রেম-বিরহ, নিঃসঙ্গতা, নৃশংসতা, অবদমন, মৃত্যুচিন্তা ইত্যাদি সব বিষয়ই কম-বেশি মশলা বিস্তার করেছে তার গল্পে।

মামুন মিজানুর রহমানের জন্ম ময়মনসিংহের নান্দাইলের সংগ্রামকেলী গ্রামে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তরের পর প্রথম তিনি একটি জাতীয় দৈনিকে সংবাদকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। বর্তমানে একটি স্কুলের সাথে যুক্ত তিনি।

তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ‘হেসে হেসে ডুবেছিল চাঁদ’ ও দ্বিতীয় গল্পগ্রন্থ ‘দ্রোপদীর ভিতর-বাহির’।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১