বাংলাদেশের খবর

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০

অস্বস্তি নিয়েই লাঞ্চে গেল বাংলাদেশ


মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে টস হেরে বোলিং পায় বাংলাদেশ। ব্যাটিংয়ে দেখেশুনে শুরু করলেও উইকেটের পতন ঠেকাতে পারেনি সফরকারীরা। ইনিংসের অষ্টম ওভারে জিম্বাবুয়ের ওপেনার কেভিন কাসুজাকে সাজঘরে ফেরান পেসার আবু জায়েদ রাহি। নাঈমের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে কাসুজা করেন ২ রান।

তার বিদায়ের পর ব্যাট করতে নেমেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভিন। ৩০ ওভারের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ৮০ রান। প্রিন্স মাসভুরি ৪৫ রানে ব্যাট করছেন। আরভিন অপরাজিত আছেন ২৬ রানে।

এর আগে ভারত কিংবা পাকিস্তানে পেস বোলিং দাপটে হেরেছে বাংলাদেশ। সামনে আছে আরো একবার পাকিস্তান সফর, তারপরও স্পিন আক্রমণ সাজিয়ে নেমেছে বাংলাদেশ। কারণ মিরপুরের উইকেট স্পিন সহায়ক। তবে শুরুতে উইকেট থেকে কিছুটা সহায়তা পাচ্ছেন পেসাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে দলে বড় পরিবর্তন থাকলেও একাদশে খুব বেশি বদল আনেনি বাংলাদেশ। ব্যাটিংয়ে শুধু মাহমুদুল্লাহর জায়গায় দলে ঢুকেছেন মুশফিকুর রহিম। বোলিং আক্রমণে নেওয়া হয়েছে বাড়তি স্পিনার। দলে ঢুকেছেন ডান হাতি অফ স্পিনার নাঈম হাসান। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসাইন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ, এবাদত হোসেন। 

জিম্বাবুয়ে একাদশ: প্রিন্স মাসভুরি, কেভিন কাসুজা, ক্রেগ আরভিন, ব্রেন্ডন টেইলর, টিমসেন মারুমা, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, ডোনাল্ড ট্রিপানো, ভিক্টর নায়ুচি, আসলে এন্ডিলব, কার্লটন টিসুমা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১