বাংলাদেশের খবর

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০

সোনারগাঁয়ে দুপক্ষের সংঘর্ষ; আহত ১৫

নারায়ণগঞ্জ ম্যাপ


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চান্দেরচক গ্রামে ঘুড়ি খেলাকে কেন্দ্র করে গতকাল রোববার বিকেলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুপক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের চান্দের চক গ্রামে ঘুড়ি খেলার আয়োজন করে গ্রামের যুবকরা। খেলা শুরু হওয়ার পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চান্দেরচক ও নয়াগাঁওয়ের যুবকদের মধ্যে বাকবিকন্ডা হয়। এর জের ধরে নয়াগাঁও গ্রামের আলা উদ্দিনের ছেলে ইয়ানবীর নেতৃত্বে চান্দেরচক গ্রামের লোকজনের উপর হামলা চালানো হয়। পরে চান্দের চক গ্রামের লোকজন একত্রিত হয়ে পাল্টা হামলা করে। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। হামলায় দুপক্ষের ফারুক মিয়া, সিফাত হোসেন, আল ইসলাম, জুলেখা আক্তার, নিলুফা ইয়াসমিন, রুনা আক্তার সহ ১৫ জন আহত হয়। আহতদের প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১