বাংলাদেশের খবর

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০

ব্রক্ষপুত্র হতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করল প্রশাসন


কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রক্ষপুত্র নদ হতে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ হয়েছে।রৌমারীর পশ্চিম সীমান্ত দিয়ে প্রবাহিত হয়েছে ব্রক্ষপুত্র নদ।নদের পূর্ব তীরে শুষ্ক মৌসুমে অপরিকল্পিত ড্রেজিং মেশিনের সাহায্যে দীর্ঘ দিন ধরে বালু উত্তলন করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী।এর ফলে বর্ষা মৌসুমে জনপদের বেশকিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে বসতভিটা হারিয়ে পথে বসেছে শতশত পরিবার।

উপজেলা সদর থেকে এই নদের বর্তমান দুরত্ব ৫ কিলোমিটার। বিশেষজ্ঞরা মনে করছেন, এরকম কৃত্রিম ভাঙ্গন অব্যাহত থাকলে আগামী ৭/৮ বছরের মধ্যে উপজেলা সদর বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।   

এ ব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, আমাদের বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা ও চাপ থাকলেও সরকারের সদিচছা এবং কুড়িগ্রাম জেলা প্রশাসকের মৌখিক নির্দেশে এ বিষয়ে আমরা আমরা জিরো টলারেন্স নিয়েছি।আমরা যখনই খবর পাচ্ছি নির্দিষ্ট জায়গায় বালু তোলা হচ্ছে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনী পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১