বাংলাদেশের খবর

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০

মাদক মামলায় খালেদের বিচার শুরু


মাদক মামলায় ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ১ এপ্রিল এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর মধ্য দিয়ে খালেদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

আজ বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলম এই আদেশ দেন।

এর আগে, কারাগার থেকে খালেদ মাহমুদ ভূঁইয়া ঢাকার আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় নিজেকে নির্দোষ দাবি করেন খালেদ মাহমুদ ভূঁইয়া।

খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে গত বছরের ১৭ নভেম্বর অভিযোগপত্র দেয় র‍্যাব। এ মামলার আসামির বাসা থেকে ৫৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার করা হয় মাদক বিক্রির ১০ লাখ ৩৪ হাজার ৫৫০ টাকা।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ১৯৯৬ সালে খালেদ মাহমুদ ভূঁইয়া ঢাকা মহানগর যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। ২০১২ সালে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। তখন থেকে খালেদ বিশাল সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। ঢাকার মতিঝিলের ইয়ংমেন ক্লাব, আরামবাগ ক্লাবসহ ফকিরাপুলের অনেক ক্লাবে ক্যাসিনোর আসর বসিয়ে রমরমা মাদক ব্যবসাসহ নানা অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন তিনি। এসব অবৈধ ব্যবসার মাধ্যমে খালেদ মাহমুদ ভূঁইয়া কোটি কোটি টাকা আয় করেছেন।

খালেদ মাহমুদের বিরুদ্ধে অস্ত্র, অর্থ পাচার ও দুর্নীতির আরও তিনটি পৃথক মামলা রয়েছে। ইতিমধ্যে অর্থ পাচার ও অস্ত্র মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

গত বছরের ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে মাদক, অস্ত্রসহ গ্রেপ্তার হন যুবলীগ নেতা খালেদ মাহমুদ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১