বাংলাদেশের খবর

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০

অ্যান্টার্কটিকার বরফ গলার ছবি প্রকাশ করল নাসা


অত্যন্ত শীতল স্থান হিসেবে বিবেচনা করা হয় অ্যান্টার্কটিকা। তুষারাবৃত ওই স্থানের কেন্দ্রীয় অঞ্চলের বার্ষিক গড় তাপমাত্র মাইনাস ৫৭ ডিগ্রি সেলসিয়াস। এমনকি উপকূলের বার্ষিক গড় তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস।

গত ৬ ফেব্রুয়ারি আবহাওয়া দপ্তর জানায়, অ্যান্টার্কটিকা উপত্যকায় রেকর্ড পরিমাণ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেখানে ১৮ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছে তাপমাত্রা।

এর আগে ২০১৫ সালে ১৭ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রেকর্ড। এ বছরের গরমে ব্যাপক পরিমাণে বরফ গলে গেছে। এরই মধ্যে ২০ শতাংশ বরফ গলে গেছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে।

নাসা এরই মধ্যে অ্যান্টার্কটিকার ঈগল আইল্যান্ডের ছবি প্রকাশ করেছে। নতুনভাবে ধারণ করা ছবির পাশেই পুরনো ছবিও দেওয়া হয়। তাতে দেখা যায়, বিপুল পরিমাণ বরফ গলে গেছে। আবহাওয়াবিদরা বলছেন, ঈগল আইল্যান্ডে ৬ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ১০ সেন্টিমিটার বরফ গলে গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১