বাংলাদেশের খবর

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০

ঘোড়াঘাটে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২


দিনাজপুরের ঘোড়াঘাটে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৫১৮ বোতল ফেন্সিডিলি সহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

র‌্যাব জানায়, গতকাল (২৬ ফেব্রুয়ারী) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের নওরীন ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালায় র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। এ সময় টাইলস বহনকারী একটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-ট ২০-৫৮১৯) তল্লাশী চালিয়ে লুকায়িত অবস্থায় আমদানি নিষিদ্ধ ৫১৮ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের ৬১৫০ টাকা জব্দ করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুরের বিরামপুর উপজেলার খোশাদপুর গ্রামের সামসুদ্দীন মন্ডলের ছেলে সুলতান মন্ডল (৩৮) ও একই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে ইমরান আলী (২৫)।

র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি মুন্না বিশ্বাস জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে আজ বৃহস্পতিবার ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১