বাংলাদেশের খবর

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০

ইকবাল খন্দকারের ‘বইনবান্ন’


আজ শেষ হচ্ছে মাসব্যাপী প্রচারিত অমর একুশে গ্রন্থমেলা-ভিত্তিক অনুষ্ঠান ‘বইনবান্ন’। যে অনুষ্ঠানটির নিবেদক অভিজাত প্রকাশনা প্রতিষ্ঠান—কথাপ্রকাশ।

আর অনুষ্ঠানটির উপস্থাপক কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। মূলত লেখক, প্রকাশক আর মেলায় আসা পাঠকদের সাক্ষাৎকার নিয়েই এই আয়োজন। যেখানে থাকে সদ্য প্রকাশিত বইয়ের খোঁজখবরও। ‘কথাপ্রকাশ বইনবান্ন’ অনুষ্ঠানটি নতুন লেখকদের মতো প্রকাশের মঞ্চও বটে। কারণ, নতুনরা এখানে কথা বলতে পারেন নির্দ্বিধায়। জানাতে পারেন নিজেদের নতুন বই সম্পর্কে। উল্লেখ্য, মফিজুল ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটি এসএটিভিতে প্রচার হয়ে আসছে গত ২ ফেব্রুয়ারি থেকে। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটির সমাপনীপর্ব। এ সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘আমরা চেষ্টা করেছি বইমেলার আমেজ দেশ-বিদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে। কতটুকু পেরেছি, তা বিচার-বিবেচনার ভার দর্শকের ওপর ছেড়ে দিলাম।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১