বাংলাদেশের খবর

আপডেট : ০৩ মার্চ ২০২০

অপহরণের মামলায় তরুণ ইউটিউবারের ৫০ বছরের জেল

গার্মান আব্রাহাম লোইরা অ্যাকোস্তা সংগৃহীত ছবি


অপহরণের মামলায় মেক্সিকোর এক ইউটিউবারের ৫০ বছরের জেল হয়েছে। দুই বছর আগে এক নারী আইনজীবীকে অপহরণের মামলায় মঙ্গলবার দেশটির চিহুয়াহুয়া প্রদেশের আদালত এই রায় দেন।

বিবিসি বলছে, ৩৩ বছর বয়সী নারী আইনজীবীকে যে ছয়জন অপহরণ করে গাড়িতে করে তুলে নিয়েছিলেন তাদের মধ্যে গার্মান আব্রাহাম লোইরা অ্যাকোস্তাও একজন।

২০১৮ সালে অপহরণের পর ইউটিউবার অ্যাকোস্তার ভাড়া করা বাড়িতে রাখা হয় ওই নারীকে। সেখানে আটকে তার মুক্তিপন হিসেবে ২০ লক্ষ মেক্সিকান পেসো দাবি করা হয়েছিল।

এর দুইদিনের মাথায় এক পর্যায়ে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। তখন অপহৃতকে উদ্ধার ও ২৫ বছর বয়সী অ্যাকোস্তাকে গ্রেপ্তারের পাশাপাশি আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

আদালতের সরকারি কৌসুলী সিজার পেনিচে বলেন, ইন্টারনেট যোগাযোগে খুবই দক্ষ দণ্ডপ্রাপ্ত অ্যাকোস্তা। এই পথকেও সে তার অপহরণের কাজে ব্যবহার করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১