বাংলাদেশের খবর

আপডেট : ০৮ মার্চ ২০২০

চ্যারিটি ম্যাচে মাঠে নামছেন সাকিব


আইসিসি’র নিষেধাজ্ঞার কারণে অনেক দিন ধরে ক্রিকেটের বাইরে আছেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই মাঠে দেখা যাবে তাকে। অস্ট্রেলিয়ান মেলবোর্নে একটি চ্যারিটি ম্যাচে অংশগ্রহণ করবেন তিনি।

ওই চ্যারিটি ম্যাচের আয়োজক অস্ট্রেলিয়া-বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশন (অ্যাবেস)।
ম্যাচটিতে অংশগ্রহণ করার বিষয়টি আয়োজকদের ফেইসবুক পেজে ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন সাকিব আল হাসানও।

আয়োজক অ্যাবেসের ফেসবুক পেইজে বলা হয়েছে, “লুফে নিন বাচ্চাদের, সাকিব আল হাসানের সাথে খেলার সুযোগ। স্বাধীনতা দিবস ক্রিকেট উৎসবে সাকিবের সাথে খেলার জন্য আজই বাচ্চাদের নাম নিবন্ধন করুন। আগামীর সাকিবরা খেলুক আজকের সাকিবের সাথে।”

এই ম্যাচে ষোলো বছরের কম বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলায় মাতবেন সাকিব। তাতে বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও মোহাম্মদ আশরাফুলও থাকবেন।

সাকিব বলেন, “আশা করি সবাই ভালো আছেন। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশনের আমন্ত্রণে ২৮ মার্চ ইন্ডিপেন্ডেন্স ডে চ্যারিটি ক্রিকেট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে আমি আসছি মেলবোর্নে। আশা করি আপনাদের সবার সাথে দেখা হবে।”

উল্লেখ্য, ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা গোপন করায় বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি, যার মধ্যে এক বছরের শাস্তি দোষ স্বীকার করায় স্থগিত থাকবে।

২০২০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটে মাঠে নামতে পারবেন না বাংলাদেশের এই অলরাউন্ডার। এর অর্থ হল, আগামী বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না সাকিব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১