বাংলাদেশের খবর

আপডেট : ০৮ মার্চ ২০২০

বঙ্গবন্ধুর বেড়ে ওঠার জায়গাগুলো সংরক্ষণ করবে সাংস্কৃতিক মন্ত্রণালয়


বঙ্গবন্ধুর শিশুকাল থেকে বেড়ে ওঠা যে সব জায়গা রয়েছে প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে তা আদি রূপে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

আজ রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদি বাড়ী পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আগে একবার বন্ধুবন্ধুর আদি বাড়ী সংস্কার করা হলেও তা আঞ্চলিক আইন মেনে করা হয়নি। বঙ্গবন্ধুর আদি বাড়ীটি মূল জায়গাতে যেমন ছিল সেই জায়গাতেই ফিরে নেয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরো বলেন, সংস্কৃতিক মন্ত্রাণালয় শুধু জাতির পিতার বেড়ে ওঠার জায়গাটুকুই সংরক্ষণ করবে।

এর আগে, টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কমনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর বঙ্গবন্ধুর পূর্ব পুরুষের আদী আবাসস্থলের প্রাচীন ভবন সংস্কার ও সংরক্ষণের কাজসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক ২০ লক্ষ টাকা ব্যায়ে সংস্কার ও সংরক্ষণ কজের অগ্রগতি পরিদর্শন করেন।

এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো: হান্নান মিয়া, উপ-পরিচালক মো: আমিরুজ্জামান পলাশ, সহকারী প্রকৌশলী ফিরোজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাম্মী আক্তার উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১