বাংলাদেশের খবর

আপডেট : ০৯ মার্চ ২০২০

ইতালি-স্পেন ফেরত আরও ২জন সহ মোট ৪২জন কোয়ারেন্টাইনে


ইতালি ও স্পেন থেকে আসা আরও দুইজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন, দেশে করোনা আক্রান্ত তিন জনের সংস্পর্শে এসেছে এমন ৪০জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান স্বাস্থ্য সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম।

এরপরেই ইতালি ও স্পেন থেকে আসা আরো ২জনকে পাঠানো হয়। এ পর্যন্ত মোট ৪২জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হলো।

স্বাস্থ্য সচিব বলেন, স্কুল-কলেজ বন্ধ করার মতো অবস্থা এখনো সৃষ্টি হয়নি। তবে করোনা ভাইরাস প্রতিরোধে আপাতত বড় ধরনের জমায়েত এড়িয়ে চলতে হবে। সবাইকে সাবধান থাকতে হবে। 

এর আগে দুপুর সাড়ে ১২টায় জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, দেশে নতুন করে কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়নি। এ পর্যন্ত চারজনের নমুনা সংগ্রহ করা হলেও তাদের কারও শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১