বাংলাদেশের খবর

আপডেট : ১১ মার্চ ২০২০

কোয়ারেন্টিনে আর্সেনালের ফুটবলাররা


আর্সেনালের বেশ কয়েকজন ফুটবলার কোয়ারেন্টিনে আছেন। খোদ ক্লাবটি তা নিশ্চিত করেছে।

গ্রিসের ফুটবল ক্লাব অলিম্পিয়াকোসের মালিক এভানগেলোস মারিনাকিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটি নিশ্চিত হওয়ার পরই দ্য গানার ফুটবলারদের আলাদা করা হয়েছে।

এ কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানচেস্টার সিটির বিপক্ষে একটি ম্যাচ স্থগিত করা হয়েছে। দুই সপ্তাহ আগে অলিম্পিয়াকোসের বিপক্ষে একটি খেলায় মারিনাকিসের সংস্পর্শে আসেন আর্সেনালের ফুটবলাররা।

মারিনাকিস নটিংহ্যাম ফরেস্টেরও মালিক। মঙ্গলবার পরীক্ষায় তার কোভিড-১৯ ধরা পড়ে।

এক বিবৃতিতে আর্সেনাল জানিয়েছে, ক্লাবটির কিছু খেলোয়াড় কোয়ারেন্টিনে আছেন। তবে তাদের নাম বা পরিচয় এখন দেয়া হবে না। খেলা শেষ হওয়া মাত্রই অলিম্পিয়াকোসের মালিকের সঙ্গে দেখা করেন তারা।

গানার কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত যে পরামর্শ চিকিৎসকরা দিচ্ছেন, তাতে করে আর্সেনালের ফুটবলারদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা সরকারি নীতিমালা খুব গুরুত্বের সঙ্গে মেনে চলছি। যেখানে বলা হয়েছে, করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সঙ্গে কোনো সংস্পর্শে এলে নিজেকে ১৪ দিন আলাদা করে রাখতে হবে।

খেলোয়াড় ছাড়া আর্সেনালের চার স্টাফ মারিনাকিসের কাছে বসেছিলেন। তাদেরও ১৪ দিন ঘরে রাখা হচ্ছে। এ সময় শেষ হবে শুক্রবার। ব্রাইটনের সঙ্গে ১৪ মার্চ তারা মাঠে নামতে পারবেন বলে জানিয়েছে ক্লাবটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১