বাংলাদেশের খবর

আপডেট : ১১ মার্চ ২০২০

গোপালগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয় প্রতিনিধির পাঠানো ছবি


গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে মূল্য টেম্পারিং করে বেশি দামে ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে তিনটি ঔষধ দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

শামীম হাসান জানান, দুপুরে কোটালীপাড়া উজেলার ঘাঘর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য টেম্পারিং করে বেশি দামে ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে মেসার্স কোটালিপাড়া ড্রাগ সেন্টারকে ৫ হাজার, মেসার্স মা মেডিক্যাল হলকে ৩ হাজার টাকা ও মেসার্স শান্তি ফার্মাসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ঔষধ নষ্ট করা হয়।

এ অভিযানে জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেনসহ কোটালীপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জের নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১