বাংলাদেশের খবর

আপডেট : ১২ মার্চ ২০২০

১৫ এপ্রিল পর্যন্ত ভ্রমণ ভিসা স্থগিত করলো ভারত


বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করেছে ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কভিড-১৯কে মহামারি ঘোষণার পর বুধবার এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। আগামী শুক্রবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে কূটনৈতিক, দাপ্তরিক, আন্তর্জাতিক, প্রকল্প ও চাকরির ভিসা দেবে দেশটি।

গতকাল বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রিদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অন্যদের মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান চলাচলমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় ভিসামুক্ত ভ্রমণকারী বা প্রবাসী ভারতীয়দের জন্যও এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। তবে, কোনও বিদেশি নাগরিককে বাধ্যতামূলকভাবে ভারতে যেতে হলে নিকটস্থ ভারতীয় মিশনে যোগাযোগ করতে বলেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ই ফেব্রুয়ারি পর চীন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানি ভ্রমণ করেছেন এমন ভারতীয়সহ যেসব বিদেশি ভারতে আসবেন তাদের ন্যূনতম ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

সব মিলিয়ে এখন পর্যন্ত ভারতে ৬৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন ইতালি ফেরত ভারতীয় প্রবাসী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১