বাংলাদেশের খবর

আপডেট : ১২ মার্চ ২০২০

করোনা ভাইরাস: হিলি চেকপোস্ট ও স্থলবন্দরে বাড়তি সতর্কতা


দেশে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলেও এখনো এর কোনো প্রভাব পড়েনি দিনাজপুরের হিলি চেকপোস্টে।এ চেকপোস্ট দিয়ে প্রতিদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে আসা-যাওয়া করছে ৪৫০-৫০০ পাসপোর্টযাত্রী। তবে যাত্রীদের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক লক্ষ্য করা গেছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পর্যটন ভিসা সহ সব ধরণের ভিসা স্থগিত করেছে ভারত।

এদিকে ভাইরাসটি প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রতিদিন স্বাস্থ্য সহকারি ও নার্সদের মাধ্যমে ইমিগ্রেশনে যাত্রীদের জ¦র, সর্দি ও কাশি আছে কি না তা থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে। এছাড়া স্থলবন্দরের পানামা পোর্টেও গতকাল ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা ট্রাকের চালক ও হেলপারদেরও স্বাস্থ্য পরীক্ষা শুরু করা হয়েছে। সবমিলিয়ে ভাইরাসটি প্রতিরোধে বাড়তি সতর্কতামুলক ব্যবস্থা নেওয় হয়েছে হিলি স্থলবন্দরে।

জানা গেছে, প্রতিদিন হিলি চেকপোস্ট দিয়ে চীনের পার্শবর্তী দেশ ভারত, নেপাল, ভুটান সহ অন্যান্য দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করে পাসপোর্টধারী যাত্রীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১