বাংলাদেশের খবর

আপডেট : ১২ মার্চ ২০২০

গৌরনদীতে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই, দমকলকর্মীসহ আহত ৩


বরিশালের গৌরনদীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান সম্পূর্ণ ও ১টি দোকান আংশিক পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে দমকলকর্মী মাসুম বিল্লাহসহ ৩ জন আহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৭ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা ধারণা করেছেন। এ অগ্নিকান্ডের সময় বরিশাল-ঢাকা মহাসড়কে প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো। গৌরনদী বাসস্ট্যান্ডে ৯দিনের ব্যবধানে আবার অগ্নিকান্ডের ঘটনায় বাসস্ট্যান্ডের আড়াই শতাধিক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

গৌরনদী ফায়ার ষ্টেশনের সাব-অফিসার আব্দুস ছালাম জানান, বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার রিপন ইলেকট্রিক দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী ফায়ার ষ্টেশনের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌছে দমকলকর্মীরা স্থানীয়দের সহযোগীতায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে অগ্নিকান্ডে রিপন ইলেকট্রিক, জাহাঙ্গাীর হোসেনের ব্যাটারী চার্জের ও মাইকের দোকান, নুরু উকিলের মুদি দোকান, কালু ও মোহাম্মদ আলী ফলের দোকান সম্পূর্ণ ও তাজুল টেকরেটর, আঃ রব খানের চায়ের দোকান আংশিক পুড়ে যায়।

আগুন নেভাতে গিয়ে ফায়ারষ্টেশনের দমকলকর্মী মাসুম বিল্লাহসহ ৩ জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহামন, ইউএনও ইসরাত জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১