বাংলাদেশের খবর

আপডেট : ১৩ মার্চ ২০২০

করোনা সন্দেহে ক্যাম্পের বাইরে কেন রিচার্ডসন


নিউজিল্যান্ডের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ওয়ানডে থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার পেসার কেন রিচার্ডসন।

গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেডিক্যাল টিমের কাছে হালকা গলা ব্যথার কথা জানান তিনি। করোনাভাইরাসের অন্যতম উপসর্গটি থাকায় পূর্বসতর্কতা হিসেবে তাকে কোয়ারেন্টাইনে রাখার পাশাপাশি টেস্টও করানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলে দলের সঙ্গে দেশে ফেরেন রিচার্ডসন। এবার অন্যদের থেকে তাকে আলাদা করা হলো।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে করোনাভাইরাস টেস্টের ফলাফল পাওয়ার কথা। টেস্টে করোনা নেগেটিভ হলে দলে ফিরবেন ২৯ বছর বয়সী পেসার। স্ট্যান্ড-বাই খেলোয়াড় হিসেবে দলে ডাকা হয়েছে শন অ্যাবটকে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়, ‘আমাদের মেডিক্যাল স্টাফরা সাধারণ গলার ব্যথার চিকিৎসা দিচ্ছেন। কিন্তু অস্ট্রেলিয়ান সরকারের নির্দেশনা অনুযায়ী দলের অন্য সদস্যদের কাছ থেকে কেনকে দূরে রাখতে হচ্ছে। টেস্টের ফলাফল পাওয়ার পর আশা করি কেন কয়েকদিনের মধ্যে সেরে উঠবেন এবং আবার দলের সঙ্গে যোগ দেবেন। ফলাফল না পাওয়া পর্যন্ত আমরা আর কিছু বলতে পারছি না।’

তবে এ নিয়ে অস্ট্রেলিয়ান ক্যাম্পে কোনো উদ্বেগ নেই বলে জানা গেছে। করোনার সংক্রমণ প্রতিরোধে দুই ট্রান্স-তাসমান প্রতিদ্বন্দ্বীর ওয়ানডে সিরিজ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১