বাংলাদেশের খবর

আপডেট : ১৪ মার্চ ২০২০

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ

সোহেনা বেগম ছবি : বাংলাদেশের খবর


নরসিংদীর রায়পুরায় সোহেনা বেগম (১৯) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যার অভিযোগ করেছেন স্বজনরা।

তবে শ্বশুরবাড়ির লোকজনের দাবি গত ৮মার্চ বিষপানে আত্মহত্যা করে চার মাসের অন্তঃসত্ত্বা ওই গৃহবধূ।

মাত্র পাঁচ মাস আগে বিয়ে হওয়া সোহেনা যৌতুকের জন্য নিয়মিত নির্যাতনের শিকার হয়েছিলেন বলে স্বজনদের অভিযোগ। সোহেনার মৃত্যুতে বাবা মারফত আলী বাদি হয়ে নরসিংদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সোহেনার স্বামী লিটন মিয়া, শ্বশুর আনোয়ার মিয়া, শাশুড়ি ফরিদা বেগম, দেবর রুবেল মিয়া ও ননদ বীনা বেগমকে আসামি করা হয়েছে।

রাধানগর ইউনিয়নের মনোহরাবাদ গ্রামের মারফত আলীর মেয়ে সোহেনা। পাঁচ মাস আগে মির্জাপুর ইউনিয়নের পূর্বেরচর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে কাতার ফেরত লিটন মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে কোর্টের মাধ্যমে বিয়ে হয় সোহেনার। লিটন ও তার পরিবার বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সোহেনার পরিবারকে চাপ দিয়ে আসছিলেন। সোহেনার অভিভাবকরা সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে গয়না ও টাকা দেয় তার শশুড় বাড়িতে, কিন্তু তাতেও নির্যাতন থামেনি। গত ৮মার্চ শ্বশুরবাড়ির লোকজন সোহেনার বিষপানের কথা জানায়।

পরে ভৈরব চন্ডিবের  হাসপাতালে তার মৃত্যু হয়। লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্তের পর বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোহেনার মৃত্যুতে প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা হয়। তবে লাশ দাফনের আগে শরীরে আঘাতের চিহ্ন দেখে অভিভাবকরা আদালতে হত্যা মামলা দায়ের করেন। স্বজনরা জানান, সোহেনার শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন রয়েছে, যদি আত্মহত্যা করে থাকে তাহলেও তা করেছে নির্যাতন সইতে না পেরে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১