বাংলাদেশের খবর

আপডেট : ১৪ মার্চ ২০২০

পিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি


করোনাভাইরাস আতঙ্কে বাতিল হচ্ছে একের পর এক ক্রিকেট সিরিজ। এমন পরিস্থিতিতে তৃতীয় দফায় বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্তকেই অগ্রাধিকার দিচ্ছে বিসিবি।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সায়বাদিকদের এ তথ্য জানায়।

তিনি বলেন, এ সিরিজের আয়োজক পাকিস্তান। তাই এ সিদ্ধান্ত তাদের। তারাই এ ব্যাপারে চূড়ান্ত মতামত দেবে। আমরা পথ চেয়ে আছি, পিসিবি কী সিদ্ধান্ত নেয়। আপনারা জেনেছেন, পাকিস্তানে পিএসএল হচ্ছে। ইতিমধ্যে তাদের ঘরোয়া টুর্নামেন্ট ছেড়ে ৯-১০ জন ক্রিকেটার চলে গেছেন।

তিনি আরও বলেন, সফরকারী হিসেবে আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। বিশ্বের ট্রাভেল অ্যাডভাইজরি কিন্তু একেক দিন এক একটা আসছে। আমরা এ নিয়ে চিন্তিত। তবে আমরা আশাবাদী পিসিবি দ্রুত এ ব্যাপারে নিজেদের অবস্থান এবং সিদ্ধান্ত জানাবে। নিজেরা কিছু বলব না।

এর আগে পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান জানান, বাংলাদেশের সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এরই মধ্যে বিসিবি প্রধান নির্বাহীর সঙ্গে যোগাযোগ হয়েছে তার। আগামী তিনদিনের মধ্যে সিদ্ধান্তে উপনীত হবেন বলে আশাবাদী তিনি।

সিরিজটি আয়োজনের এখনো প্রত্যাশা করছে পাকিস্তান। তাই তারা আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ওয়াসিম।

বাংলাদেশ এরই মধ্যে দুই দফায় পাকিস্তান সফর করে এসেছে। প্রথম দফায় তিনটি টি-টোয়েন্টি খেলে আসে তারা। দ্বিতীয় ধাপে একটি টেস্ট খেলে ফেরেন টাইগাররা। সবশেষ পর্বে করোনা আক্রান্ত দেশটিতে একমাত্র ওয়ানডে এবং টেস্ট খেলার কথা রয়েছে তাদের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১