বাংলাদেশের খবর

আপডেট : ১৪ মার্চ ২০২০

ফকিরহাটে বাস-ট্রাক সংঘর্ষ: নিহত ৫


বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ২০ জন। নিহতদের মধ্যে একজন নারী একজন শিশু ও ৩ পুরুষ। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ শনিবার(১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনম খায়রুল আনাম জানান, যাত্রবাহী বাসটি খুলনা থেকে মাদারীপুর হয়ে বরিশাল যাচ্ছিল। অপরদিকে ট্রাকটি লোহার রড নিয়ে ঢাকা থেকে আসছিল। ঘটনাস্থলে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কারো কারো উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘাতক ট্রাকটি এক্সেল ভেঙ্গে রাস্তার উপর পড়ে থাকায় যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ রাস্তা পরিস্কার করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১