বাংলাদেশের খবর

আপডেট : ১৫ মার্চ ২০২০

বাগেরহাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত


“মুজিব বর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা-অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকালে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে সেমিনার কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচলাক দেব প্রসাদ পাল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রঘুনাথ কর, জেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক প্রমুখ।

বক্তারা ভোক্তা অধিকার আইন যথাযত ভাবে মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বন জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১