বাংলাদেশের খবর

আপডেট : ১৫ মার্চ ২০২০

ভারতের কেউ বাংলাদেশে আসতে পারবেন না : পররাষ্ট্রমন্ত্রী


চলোমান মহামারী করোনা সংক্রমণ রোধে ভারতের কেউ বাংলাদেশে আসতে পারবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

রোববার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর ইস্কাটনে বিস অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, নিষেধ করার পরও প্রবাসীরা দেশে আসতে থাকায় ফ্লাইট বাতিল করা হয়েছে। ভারত থেকেও কোনো নাগরিককে আজ থেকে আর বাংলাদেশে আসতে দেয়া হবে না।

তিনি আরও বলেন, আমরা বলেছি, অবস্থার উন্নতি হলে দেশে আসার জন্য কিন্তু তারা সেটা শুনছেন না। সেজন্য বাধ্য হয়ে আমরা বিভিন্ন দেশের এয়ারলাইন্স বন্ধ করে দিয়েছি। যেসব দেশে করোনা ভাইরাস বেশি সেসব দেশ থেকে ফ্লাইট আসা বন্ধ করে দিয়েছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ রাত ১২টা ১ মিনিট থেকে এটা কার্যকর হবে। বাংলাদেশি নাগরিকদের ভারত যেতে দিচ্ছে না, আজ থেকে ভারতের কেউও বাংলাদেশে আসতে পারবেন না। কয়েকজন মানুষের জন্য আমাদের ১৬ কোটি মানুষ অসুস্থ হোক সেটা আমরা চাই না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১