বাংলাদেশের খবর

আপডেট : ১৫ মার্চ ২০২০

নবীনগরের তিতাস নদীতে স্পিডবোট দুর্ঘটনা, সাংবাদিকসহ আহত ৫


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্পিডবোট দুর্ঘটনায় গাজী টিভির জেলা প্রতিনিধি জহির রায়হানসহ পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

গতকাল শনিবার রাতে তিতাস নদীতে এ ঘটনা ঘটে।

যাত্রীদের কাছ থেকে জানা যায়, গতকাল শনিবার আনুমানিক রাত সাড়ে বারটার দিকে নবীনগর সদরের স্পিডবোট ঘাট থেকে একটি ৭ জন যাত্রী নিয়ে উপজেলার কেদারখোলায় অনুষ্ঠিত একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন। স্পিডবোটে কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান জিল্লুর রহমান, বীরগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকার, সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ সাতজন ছিলেন। কিন্তু পথে সীতারামপুর ঘাটের কাছে একটি মাছ ধরার নৌকার সাথে দ্রুত গতিসম্পন্ন স্পিডবোটটির সজোরে ধাক্কা লাগে। এতে স্পিডবোটেরচালক, নৌকার মাঝি ও গাজী টিভির সাংবাদিক জহির রায়হানসহ পাঁচজন আহত হন। 

এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি রনোজিত রায় বলেন, সৃষ্টিকর্তা সহায় ছিলেন বলে বড় ধরনের হতাহত থেকে স্পিডবোটের যাত্রীরা রক্ষা পেয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১