আপডেট : ১৬ মার্চ ২০২০
করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালের আইসোলেশন সেন্টারে ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে চিকিৎসাধীন রয়েছেন এক প্রবাসী বাংলাদেশি শ্রমিক। তার সন্তানসম্ভবা স্ত্রী রয়েছেন বাংলাদেশে। পরে এ বিষয় অনেক সারা পরে। এতো সাড়া পরে যে, ওই শ্রমিকের স্ত্রীর একার পক্ষে এতো সহায়তা অনেক বেশি হয়ে যায়। এমনকি তার ছোট ঘরে এতো সহায়তার দ্রব্যাদি সংকুলান হবে না। তাই আইআরআর সিদ্ধান্ত নিয়েছে উদ্বৃত্ত সহায়তা সামগ্রী তারা আরও দুই প্রবাসী শ্রমিকের পরিবারের মধ্যে বিতরণ করবে।
গত ৯ মার্চ সিঙ্গাপুরের সামাজিক হায়তা সংস্থা ইটস রেইনিং রেইনকোটস (আইআরআর) তাদের ফেসবুক পেজ থেকে ওই বাংলাদেশি শ্রমিক এবং তার স্ত্রীর কথা উল্লেখ করে একটি পোস্ট দেয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১