বাংলাদেশের খবর

আপডেট : ১৬ মার্চ ২০২০

কর্মীদেরকে বাসায় বসে কাজের নির্দেশ দিল গ্রামীণফোন


দেশের টেলিকম কোম্পানি গ্রামীণফোন করোনাভাইরাস সংক্রমণ রোধে তার ২৩শ’ কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে।

সোমবার (১৫ মার্চ) গণমাধ্যমকে এ সিদ্ধান্ত জানায় কোম্পানিটি।

দেশের শীর্ষ টেলিকম কোম্পানিটির হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন কর্মকর্তা মুহাম্মদ হাসান জানান, গ্রামীণফোন কর্মীদের বাসা থেকে কাজ করতে বলা হয়েছে। করোনা সতর্কতায় এই পদক্ষেপ।

তিনি আরও জানান, যেসব ক্ষেত্রে গ্রাহককে সরাসরি জরুরি সেবা দিতে হবে, সেখানে কর্মীরা বিশেষভাবে কাজ করবেন। এ ক্ষেত্রেও যথাসম্ভব সকল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তারপর সেবা দিতে বলা হয়েছে বলেও জানন তিনি।

এর আগে দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে স্কুল কলেজ সিনেমা হল ও সব ধরনের খেলা বন্ধ করা ঘোষণা করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১