বাংলাদেশের খবর

আপডেট : ১৭ মার্চ ২০২০

কানাডার ১০ প্রদেশেই ছড়িয়েছে করোনা, আক্রান্ত ৩১৩


কানাডার ১০ প্রদেশের সবগুলোতেই ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। সব মিলিয়ে দেশটিতে রোববার এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১৩ জনের বেশি হয়েছে। দেশটির প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা থেরেসা টম এক সংবাদ সম্মেলনে এ কথা নিশ্চিত করেছেন। 

এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধান মেট্রোপলিটন কেন্দ্র টরন্টো, মন্ট্রিল ও ভ্যানকুভার।

সংবাদ সম্মেলনে বলা হয়, ভাইরাসটির বিস্তার রোধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। করোনার সংক্রমণ হ্রাস করার ক্ষমতা ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে। বিদেশ ভ্রমণ থেকে ফিরে সবাইকে অবশ্যই স্বেচ্ছায় ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১