বাংলাদেশের খবর

আপডেট : ১৭ মার্চ ২০২০

অসুস্থতার লক্ষণ দেখা দিলেই কর্মীদের সবেতনে ছুটি দেয়ার পরামর্শ


প্রাণঘাতি করোনা ভাইরাসের লক্ষণ ও উপসর্গ পরীক্ষা করে কর্মীদের কর্মক্ষেত্রে প্রবেশ করানোর জন্য গার্মেন্টস মালিকদের পরামর্শ দিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

কর্মীদের জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট থাকলে তাদের বাড়িতে পাঠিয়ে দিতে হবে। যতদিন তারা সুস্থ না হবেন ততদিন তাদের সবেতনে ছুটি দেয়ার জন্য গার্মেন্টস মালিকদের পরামর্শ দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার আইইডিসিআরের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, কর্মীদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমিত হলে তা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়বে। শুধু গার্মেন্টসই নয়, অন্যান্য যে সব প্রতিষ্ঠানে অনেক কর্মকর্তা-কর্মচারী কাজ করেন তাদেরকেও একই পদ্ধতি অনুসরণ করতে হবে।

বর্তমান পরিস্থিতিতে গার্মেন্টসের বিদেশি বায়াররা না আসলেই ভালো বলে মনে করেন তিনি। তবে যারা এসেছেন তারা যেন যে সব স্থানে জনসমাগম রয়েছে সেখানে ভ্রমণ না করে সেই পরামর্শ দেন তিনি।

আইইডিসিআর করোনা ভাইরাস নিয়ে সর্বশেষ আপডেটে জানায়, দেশে আরও দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের নমুনা সংগ্রহের মাধ্যমে পরীক্ষা করার পর এ দুজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

ডা. ফ্লোরা জানান, নতুন করে যে দুজন আক্রান্ত হয়েছেন, তারা পুরুষ। একজন ইতালি থেকে আসা, আরেকজন যুক্তরাষ্ট্র থেকে এসেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১