বাংলাদেশের খবর

আপডেট : ১৯ মার্চ ২০২০

স্বেচ্ছাবন্দি তাহসান


‘যখন আমার অস্ট্রেলিয়া ও আমেরিকার কনসার্টটি বাতিল হয়েছে, তখনই বুঝেছি সামনে আমাদের দেশেও সিচুয়েশন খারাপ হবে। এখন সব কাজ বন্ধ রেখে বাসায় বসে আছি। কোনো জরুরি প্রয়োজন ছাড়া বের হব না।’-এভাবেই নিজেকে বাসায় বন্দি রাখার কথাগুলো বললেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

এর আগে জাপান থেকে দেশে ফেরার পর গত ১৪ মার্চ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি লেখেন, ‘প্রিয় প্রযোজক, পরিচালক ও কনসার্টের আয়োজক- আমি আমার সব কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। সামাজিক বিচ্ছিন্নকরণ হলো এই মুহূর্তে সবচেয়ে বড় সমাধান। আশা করি, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।’

বলা যায়, এভাবেই তাহসান নিজ বাসায় স্বেচ্ছাবন্দি করেছেন নিজেকে।

খোঁজ নিয়ে জানা যায়, গতকালও তার একটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল। আগামী সপ্তাহেও তার নাটকের কাজ ছিল। তবে পরিচালকদের তিনি নিজের অপারগতার কথা জানিয়ে দিলেন।

বললেন, ‘এখন কাজের সময় নয়। নিজেদের বাঁচানোর সময়।’

এদিকে বিশ্বজুড়ে এমন পরিস্থিতি নিয়ে তাহসান আরো বলেন, ‘এখন নিজেকে আলাদা করে রাখাটা আপনার-আমার সবার দায়িত্ব। একমাত্র এর মাধ্যমেই এই সংকট মোকাবেলা করা সম্ভব।’

জানান, বাসায় এভাবে দিনের পর দিন সময় কাটানো তার জন্য কষ্টকর হয়ে উঠছে। তার পরও এভাবেই থাকতে চান।

জানালেন, বাসায় বসে অনলাইন, টিভি ও নিজের কাজের চর্চা করেই সময় কাটাচ্ছেন এই তারকা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১