বাংলাদেশের খবর

আপডেট : ১৯ মার্চ ২০২০

ভূরুঙ্গামারীতে বিদেশফেরত ৫৬জনের ৬জন কোয়ারেন্টাইনে

আতঙ্কিত এলাকাবাসি


বিভিন্ন দেশ থেকে ভূরুঙ্গামারীতে আসা ৫৬ ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে না থাকায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে করোনা আতংক দেখা দিয়েছে।

ইমেগ্রেশন বিভাগের তথ্যমতে, গত ৩ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন ল্যান্ড পোর্ট ও এয়ারপোর্ট দিয়ে ৫৬ ব্যক্তি ভারত, সিঙ্গাপুর সৌদি আরব, সুদান, ওমান ও কাতার থেকে ভূরুঙ্গামারীতে আগমন করে।

এসব ব্যক্তি হোম কোয়ারেন্টে না থেকে প্রকাশ্য চলাফেরা করছে। এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য থানায় আসার পর নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ওসি এবং উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা জরুরী বৈঠকে বসেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, ইতিমধ্যে আমরা ৬ ব্যক্তিকে খুঁজে বের করে হোম কোয়ারেন্টে থাকার পরামর্শ দিয়েছি। বাকীদের কাছে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাঠানো হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১