বাংলাদেশের খবর

আপডেট : ২৪ মার্চ ২০২০

বিয়েবাড়িতে ভ্রাম্যমাণ আদালত

খাবার ফেলে অতিথিদের পলায়ন


মণিরামপুরে বিয়েবাড়িতে ৫০০ লোকসমাগমের অভিযোগ উঠেছে কনেপক্ষের বিরুদ্ধে। গত রোববার চণ্ডীপুর গ্রামে কনের বাড়িতে চলছিল খাওয়ার আয়োজন। পরে ম্যাজিস্ট্রেট ও পুলিশ দেখে পালিয়ে যায় বর-কনে। প্লেটের খাবার রেখে পালিয়ে যান অতিথিরাও।

ঘটনাটি ঘটেছে চণ্ডীপুর গ্রামের মোশারেফ হোসেনের মেয়ে (বেলির) বিয়ের আয়োজনে। একই ঝাঁপা গ্রামের বেসরকারি চাকরিজীবী আশিকুর রহমানের সঙ্গে কয়েক দিন আগে বিয়ে হয় বেলির। গত রোববার ছিল কনে বিদায় দেওয়ার আয়োজন।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিয়ের আয়োজন করা নিষেধ। যদিও করতে হয় তাহলে জেলা প্রশাসকের অনুমতি লাগে। কিন্তু কোনো প্রকার অনুমতি ছাড়াই দাওয়াত দিয়ে ৫০০ লোক সমাগম করেন কনের বাবা। বরপক্ষ ৮-১০টি মাইক্রোবাস নিয়ে অনুষ্ঠানে হাজির হয়।

খবর পেয়ে কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান পুলিশ নিয়ে বিকালে ঘটনাস্থলে হাজির হন। ভ্রাম্যমাণ আদালত দেখে বর-কনে, অতিথি ও কনের স্বজনরা খাবার ফেলে পালিয়ে যান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১