বাংলাদেশের খবর

আপডেট : ২৪ মার্চ ২০২০

লালমনিরহাটে দুর্যোগ সহনীয় প্রকল্পে অনিয়মের অভিযোগ


লালমনিরহাটের আদিতমারীতে নির্মাণ কাজ শেষ না হতেই ভেঙ্গে পড়েছে দুর্যোগ সহনীয় ঘরের দেয়াল। এ প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ ভূক্তভোগীদের।

আর গত কয়েকদিনে এ সংক্রান্ত একটি সংবাদ কয়েকটি পত্রিকায় প্রকাশ হলে তদন্ত শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনসুর উদ্দিন।

এদিকে ওই উপজেলার দুর্যোগ সহনীয় প্রকল্পের অন্য ঘর গুলো নির্মাণেও অনিয়মের অভিযোগ উঠেছে। যা তদন্ত করলে সত্যতা পাওয়া যাবে বলে জানান স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি ঈদগাঁ মাঠ এলাকার মৃত শহিদার রহমানের স্ত্রী রোজেয়া বেওয়াকে দুর্যোগ সহনীয় বসত ঘর নির্মাণ কাজ করতে একটি প্রকল্প দেয়া হয়।

ত্রাণ মন্ত্রনালয় থেকে দুই কক্ষ, রান্না ঘর ও বাথরুমসহ করিডোর বিশিষ্ট প্রতিটি বাড়ির বিপরীতে ২ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

রোজেয়া বেওয়া এসব প্রকল্পের এসব ঘর নির্মানে বালুতে সামান্য সিমেন্ট মিশিয়ে কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে।

ফলে অল্প কিছুদিনের মধ্যে দেয়াল ভেঙ্গে মাটিতে পড়েছে। নিম্নমানের কাজটি বন্ধ করতে বলেও কোন কাজ হয়নি। তাই নিম্নমানের কাজের ঘর ভেঙ্গে নতুন করে নির্মাণ করতে ইউএনও বরাবর অভিযোগ করা হয়েছে।

এদিকে, খবর পেয়ে তিনি এ প্রকল্পের অনিয়ম দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন। আদিতমারী উপজেলা প্রকল্প মফিজুল ইসলাম বলেন, যেহেতু ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। সেহেতু এই মুর্হুত্বে এ নিয়ে আমি কোনো মন্তব্য করবো না।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনসুর উদ্দিন বলেন, এ উপজেলায় দুর্যোগ সহনীয় প্রকল্পের বসত বাড়ি নির্মাণে অনিয়মের খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তা আমলে নিয়ে আমরা তদন্ত শুরু করেছি।

পাশাপাশি এ প্রকল্পের অন্য ঘর গুলো নির্মাণে অনিয়ম হয়েছে কি না তাও তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১