বাংলাদেশের খবর

আপডেট : ২৪ মার্চ ২০২০

বিরামপুরে ৬৪৮ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক


দিনাজপুরের বিরামপুরে ছয়শ ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল পাচারের সময় তাছির উদ্দীন (৩৫) ও ইমরুল কায়েস (৩৪) নামের দুই যুবককে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যা ৭টার সময় উপজেলার কেশবপুর এলাকা থেকে ফেনসিডিলসহ ওই যুবকদের আটক করা হয়। আটককৃত দুই যুবক কেশবপুর গ্রামের কবিজ উদ্দিনের ছেলে তাছির উদ্দিন (৩৫) এবং একই এলাকার মানু মিয়ার ছেলে ইমরুল কায়েস (৩৪)।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে একদল চোরাকারবারি ভারতীয় ফেনসিডিল নিয়ে কেশবপুর গ্রামে শফিকুল ইসলামের বাড়ির পাশে মাটির গর্তে সংরক্ষণ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৬৪৮ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

পরে আটকককৃতদের বিরুদ্ধে বিরামপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১