বাংলাদেশের খবর

আপডেট : ২৬ মার্চ ২০২০

টোলারবাগ থেকে পালিয়ে বাসাইলে লকডাউন


ঢাকার মিরপুরের টোলারবাগে এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর ওই এলাকা লকডাউন করা হয়। সেই লকডাউন থেকে পালিয়ে একটি পরিবার আশ্রয় নেয় টাঙ্গাইলের বাসাইলের একটি বাড়িতে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ওই পরিবারসহ তিনটি পরিবারকে আজ বৃহস্পতিবার লকডাউন করে।

টোলারবাগের পরিবারটি বাসাইলের একটি বাড়িতে অবস্থান করছে এমন খবর জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফজলে এলাহী আজ বেলা ১১টার দিকে সেখানে অভিযানে যান।

সেখানে তিনটি পরিবারের ১২ সদস্যকে অবরুদ্ধ থাকতে বলা বলেন। টোলারবাগের পরিবারটিকে আশ্রয় দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আশ্রয়দাতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয়রা বলেন, এক ব্যক্তি তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে পাঁচ দিন আগে লকডাউন হওয়া টোলারবাগের বাসা থেকে বাসাইলে শ্বশুরবাড়িতে চলে আসেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে উপজেলা প্রশাসনকে জানায়। প্রশাসন পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

এ ছাড়া ওই গ্রামের ওমান ফেরত এক প্রবাসী কোয়ারেন্টিনে না থাকায় তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন একই ভ্রাম্যমাণ আদালত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১