বাংলাদেশের খবর

আপডেট : ২৭ মার্চ ২০২০

ফ্রান্সে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু


ফ্রান্সে করোনা ভাইরাসে বৃহস্পতিবার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে এটি সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

ফ্রান্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জারুমী সালোমন সাংবাদিকদের বলেন, এ ভাইরাসে ফ্রান্সের হাসপাতালে মোট ১,৬৯৬ জনের মৃত্যু হয়েছে। তবে যারা বাসাতে বা বৃদ্ধানিবাসে মারা গেছেন তারা এই সংখ্যার বাইরে রয়েছে।

তিনি বলেন, ফ্রান্সে এ পর্যন্ত করোনা ভাইরাসে ২৯ হাজার ১৫৫ জন আক্রাস্ত হয়েছে। তিনি আরও বলেন, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট ১৩ হাজার ৯০৪ জনের মধ্যে ৩ হাজার ৩৭৫ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

তিনি বলেন, প্যারিসের ইলি-ডি-ফ্রান্স অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ বছর বয়সী এ বালিকার মৃত্যু হয়েছে। তিনি উল্লেখ করেন, মহামারী করোনা ভাইরাসে তরুণদের মৃত্যুর ঘটনা কম।

করোনা ভাইরাস মহামারী ছড়িয়ে পড়া রোধে ফ্রান্স ১৭ মার্চ থেকে লকডাউনের ঘোষণা দিয়েছে।

ফ্রান্সে লকডাউন অব্যাহত থাকায় কেবলমাত্র নিত্যপ্রয়োজনীয় বাজার করার জন্য ঘরের বাইরে যাবার সুযোগ রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১