বাংলাদেশের খবর

আপডেট : ২৮ মার্চ ২০২০

করোনা প্রতিরোধে উদীচীর উদ্যোগ


করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে বেশ কিছু বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদ। এরই মধ্যে হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বিতরণ কার্যক্রম শুরু করেছে সংগঠনটি। মঙ্গলবার বিকাল থেকে দেশজুড়ে করোনা ভাইরাস আক্রমণ থেকে নিম্নবিত্ত শ্রমজীবী মানুষকে রক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে উদীচী। সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুরুতে প্রেস ক্লাব ও পল্টন মোড়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু হয়। উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সম্পাদকমণ্ডলীর সদস্য আরিফ নূর, মিজানুর রহমান সুমনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বিতরণ কার্যক্রম শুরু হয়। উদীচী কার্যালয়ে প্রতিদিন হ্যান্ড স্যানিটাইজার তৈরি চলবে এবং শ্রমিক অঞ্চলে বিতরণ অব্যাহত থাকবে। ইতোমধ্যে করোনা প্রতিরোধে দেশজুড়ে উদীচীর জেলা ও শাখাসমূহ নানা কার্যক্রম শুরু করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বিতরণ, সচেতনতা সৃষ্টি করতে প্রচার কার্যক্রম ও শ্রমজীবী মানুষদের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম। যে যার অবস্থান থেকে সচেতনতা তৈরি করে, মানুষের পাশে থেকে এই মহা দুর্যোগ মোকাবিলার আহ্বান জানাচ্ছে উদীচী। এই কার্যক্রম অব্যাহত রাখতে আরো অর্থের প্রয়োজন। এমতাবস্থায় উদীচী অর্থ সহযোগিতার আহ্বানও জানিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১