বাংলাদেশের খবর

আপডেট : ২৮ মার্চ ২০২০

রায়পুরায় যুবকদের উদ্যোগে জীবানু নাশক স্প্রে


নরসিংদী মহেশপুরে নিজ এলাকাতে জীবাণু নাশক স্প্রে করা হয়।
আজ শনিবার সকাল ১০ টা থেকে ভলান্টিয়ার ফর রায়পুরা গ্রুপের উদ্যোগে মহামারী করোনার সংক্রমণ রোধে ঘাগটিয়া লিটল স্টার স্পোটিং ক্লাবের সদস্যদের সহযোগিতায় নিজ এলাকাতে জিবাণু নাশক স্প্রে করা করা হয়।
এ সময় ঘাগটিয়া ও মহেশপুরের রাস্তায় চলাচল করা বিভিন্ন যানবাহনে এবং বাড়ি ঘরের আশপাশে এ জীবানু নাশক স্প্রে করা হয়। দলের সকল সদস্যরা এতে অংশগ্রহণ করে।
এ ব্যপারে ঘাগটিয়া লিটল স্টার স্পোটিং ক্লাবের সভাপতি সজল মাহমুদ বলেন, 'নিরাপদে থাকুন সুস্হ থাকুন।নিজের পরিবেশ রক্ষা করুন।' এই স্লোগানে নিজ এলাকার প্রতি নিজেদের দায়িত্ববোধ থেকেই করোনা মোকাবেলায় যানবাহন ও বাড়ির আনাচে কানাচে জীবানু নাশক স্প্রে করা হয়। গ্রুপ প্রধান মোঃ রাজিবুল্লাহ খান রাজু বলেন, করোনা মোকাবিলায় সরকারের একার উদ্যোগ যথেষ্ট নয়। আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব আছে।      


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১