বাংলাদেশের খবর

আপডেট : ২৯ মার্চ ২০২০

বামনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


বরগুনার বামনায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রোববার সকালে রামনা ইউনিয়ন পরিষদে সামাজিক দুরত্ব বজায় রেখে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা। এসময় তিনি চলাচলে অক্ষম চারজন দুস্থ্য মানুষের বাড়ীতে গিয়ে নিজ হাতে ত্রাণ পৌছে দেন।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বামনা থানার অফিসার ইন চার্জ এসএম মাসুদুজ্জামান, বামনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, রামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. খালেক জমাদ্দারসহ নৌ ও পুলিশ বাহিনীর সদস্যরা।

বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সুত্রে জানা যায়, করোনা ভাইরাসে ঘরবন্দী অসহায় ও স্বল্প আয়ের মানুষের মাঝে গতকাল শনিবার উপজেলার তিন ইউনিয়নের ৮৪জন ও রোববার রামনা ইউনিয়নের ৪১জনের মাঝে জনপ্রতি ৫কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১