বাংলাদেশের খবর

আপডেট : ২৯ মার্চ ২০২০

স্মার্টফোনের ওয়ারেন্টির সময় বাড়াল অপো


করোনা ভাইরাসের কারণে স্মার্টফোনের ওয়ারেন্টির সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে অপো।

২০ মার্চ ২০২০ থেকে ২০ মে ২০২০ এর মধ্যে যাদের ওয়ারেন্টি শেষ হচ্ছে, তারা আগামি ২০ মে পর্যন্ত বর্ধিত ওয়ারেন্টি সুবিধা পাবেন।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া সবাইকে নিজ নিজ ঘরে অবস্থান করারও পরামর্শ দেওয়া হয়েছে। বন্ধ আছে সুপারমার্কেট এবং শপিং মলগুলো।

এসব বিষয় বিবেচনা করেই ওয়ারেন্টির সময়সীমা বর্ধিত করার এ উদ্যোগ নিয়েছে অপো।

এব্যাপারে অপো বাংলাদেশ এইডি'র পিআর ও মার্কেটিং ম্যানেজার ইফতেখার সানি বলেন, অপো সবসময় গ্রাহকদের সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। সংকটময় এই পরিস্থিতিতে আমরা সবাইকে বাসায় থাকার আহবান জানাচ্ছি। সেইসাথে পরিচ্ছন্ন থাকা এবং কাছের মানুষদের প্রতি খেয়াল রাখারও অনুরোধ করছি। গ্রাহকদের নিরাপদ রাখার জন্য আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে।

পাঁচ বছর ধরে স্মার্টফোন ব্র্যান্ড অপো বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এরই মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে অপো। দেশের বিপুল সংখ্যক মানুষের কাছে ডিভাইসটি পৌছে দেয়ার পাশাপাশি বিক্রয়োত্তর সেবার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে অপো বাংলাদেশ এইডি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১