বাংলাদেশের খবর

আপডেট : ৩০ মার্চ ২০২০

দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সংগৃহীত ছবি


সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

গতকাল রোববার সন্ধ্যায় ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

এছাড়া ফরিদপুর, মাদারীপুর, সীতাকুন্ড ও রাঙ্গামাটি অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।  

আবহাওয়ার সারসংক্ষেপে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

গতকাল সন্ধ্যায় ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর ও উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বয়ে গেছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। আজ সোমবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে। 

পরবর্তী ৪৮ ঘণ্টায় অবহাওয়ার অবস্থা সমান্য পরিবর্তন হতে পারে। গতকাল রোববার দেশের কোথাও কোন বৃষ্টিপাত হয়নি। এ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৭ দশমিক ৪ এবং সর্বনিম্ন ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল ঢাকায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১