বাংলাদেশের খবর

আপডেট : ৩০ মার্চ ২০২০

করোনা প্রতিরোধে নুসরাতের অনুদান


প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃণমূলের সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহান।

টালিউডের দেব, মিমির পর নুসরাত আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নিজের সাংসদ তহবিল থেকে ৩০ লাখ রুপি আর ব্যক্তিগতভাবে ১ মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন নুসরাত।

ভারতীয় গণমাধ্যম জানায়, নুসরাত জাহানের লোকসভা কেন্দ্র বসিরহাটের হাসপাতালগুলোতে কোয়ারেন্টাইন সেন্টার ও আইসোলেশন ওয়ার্ড নির্মাণের জন্য, পর্যান্ত চিকিৎসার জন্য এবং করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য সাংসদ অভিনেত্রী এই টাকা দিয়েছেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, নুসরাতের পাশাপাশি করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেব ও মিমি। শুক্রবারই জানা যায় দেব করোনা মোকাবিলায় ঘাটালবাসীর ১ কোটি রুপি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তুলে দিয়েছেন। মিমিও ব্যক্তিগতভাবে দিয়েছেন ১ লাখ রুপি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১