বাংলাদেশের খবর

আপডেট : ৩০ মার্চ ২০২০

করোনা রোধে সুস্মিতার ওষুধ


মহামারী করোনা ভাইরাস আতঙ্কে গোটা বিশ্ব। বিশ্বময় ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। এর কোনো কার্যকর ওষুধ আজও তৈরি হওয়ার সুখবর দিতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই পারস্পরিক দূরত্ব বজায় রাখা, স্বেচ্ছায় গৃহবন্দি থাকাই করোনা প্রতিরোধের সেরা ওষুধ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে এমন পরিস্থিতিতে করোনা ভাইরাস প্রতিরোধে ওষুধের খোঁজ দিয়ে চমকে দিলেন সুস্মিতা সেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ওষুধের বোতলের ছবি দিয়েছেন সুস্মিতা। বোতলের গায়ে লেখা কভিড-১৯ মোকাবেলায় শতভাগ কার্যকর। ওষুধের নাম ‘ঘরে থাকা’।

এই ছবির সঙ্গেই ভক্তদের কাছে তার অনুরোধ, ডাক্তার না দেখিয়ে কোনো ধরনের ওষুধ খাবেন না। কোয়ারেন্টাইনে থাকাকালীন নিজে থেকে কোনো ওষুধ খেলে তা কতটা মারাত্মক হতে পারে সে বিষয়েও সতর্ক করেছেন সাবেক এ বিশ্বসুন্দুরী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১