বাংলাদেশের খবর

আপডেট : ৩০ মার্চ ২০২০

কলমাকান্দায় খেটে খাওয়া পরিবারের মাঝে সরকারী চাল বিতরণ


করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নেত্রকোনার কলমাকান্দায় দরিদ্র ও অসহায় ৩০০ পরিবারের মাঝে সরকারী চাল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গুচ্ছ গ্রামে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

কলমাকান্দা সদর ইউনিয়নের অসহায় পরিবারের ১০০ জনের মাঝে ১০ কেজি চাল সহ আলু, ডাল, লবন, সাবান ও ২০০ জন পরিবারকে শুধু ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বিতরণকালে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার বলেন, দেশের একটি মানুষও না খেয়ে থাকবেনা। দেশেপর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের করোনা ভাইরাস পরিস্থিত মোকাবেলায় দুস্থ ও অসহায়, শ্রমজীবি পরিবারের তালিকা তৈরী করে সরকারি এ চাল বিতরণ করা হচ্ছে। এছাড়াও দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড় করিয়ে এই চাল বিতরণ করা হচ্ছে।

ভয়াবহ করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে এবং সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীকর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মৌলা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১